Header Ads

সিলেটে প্রথম ‘অতিথি’ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের প্রথম পর্বের আটটি ম্যাচ। ঘরের মাঠে সিলেট সিক্সার্স এখন অনুশীলনে ব্যস্ত। অতিথিদের মধ্যে প্রথম দল হিসেবে সিলেটে পৌঁছেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বৃহস্পতিবার অনুশীলন শুরু করবে বিপিএলের সাবেক চ্যাম্পিয়নরা। প্রথম দিন অবশ্য জাতীয় দলের তিন খেলোয়াড় ইমরুল কায়েস, লিটন দাস এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে পাচ্ছেন না কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তিনজনই এখন দক্ষিণ আফ্রিকায়। কোনও বিদেশি খেলোয়াড়ও এখনও যোগ দেননি দলের সঙ্গে।
ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরলেও সিলেটে যাননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন খেলোয়াড় তামিম ইকবাল। বুধবার থেকে রিহ্যাব শুরু করা দেশসেরা ওপেনার বিপিএলের প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না। কুমিল্লার প্রথম ম্যাচ ৭ নভেম্বর, সিলেট সিক্সার্সের বিপক্ষে।
তৃতীয় বিপিএলের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার বেশ শক্তিশালী দল গড়েছে। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তানের শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র, ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো, শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ, নিউজিল্যান্ডের ব্যাটসম্যান কলিন মুনরো, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং আইপিএলে চমক দেখানো লেগস্পিনার রশিদ খানের অন্তর্ভুক্তি শিরোপা ফিরে পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে কুমিল্লার দলটিকে।
এবার ভিক্টোরিয়ান্সের অনুপ্রেরণা অবশ্যই তামিম ইকবাল। গতবার চট্টগ্রাম ভাইকিংসের হয়ে বিপিএলে সর্বোচ্চ ৪৭৬ রান করেছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। যদিও দক্ষিণ আফ্রিকায় ইনজুরিতে পড়ে কুমিল্লার জন্য দুঃসংবাদ বয়ে এনেছেন এই তারকা ওপেনার। তামিমের অবর্তমানে কুমিল্লাকে নেতৃত্ব দিতে পারেন ইমরুল কায়েস।
পঞ্চম বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
আইকন: তামিম ইকবাল
দেশি ক্রিকেটার: ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী ও মেহেদী হাসান।
বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, ইমরান খান জুনিয়র, ফখর জামান, জস বাটলার, মোহাম্মদ নবী, রশীদ খান, কলিন মুনরো, মারলন স্যামুয়েলস, অ্যাঞ্জেলো ম্যাথুজ ও সলোমন মায়ার। 

No comments

Theme images by fpm. Powered by Blogger.